বাউফলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎক রাসেদুল হক ও গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার রতন কুমার মজুমদার করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার নতুন আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রশান্ত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. প্রশান্ত কুমার সাহা জানান, আক্রান্তরা নিজেদের মধ্যে করোনার নানা উপসর্গ অনুভব করলে গত বুধবার তাদের নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, বৃহস্পবিার রাতেই তাদের ফলাফল পজিটিভ আসে। বিষয়টি তাদেরকে অবহিত করে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯১ জন, মৃত্যু হয়েছে ৮ জনের, করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন।