- সারাদেশ
- কুড়িগ্রামে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত
কুড়িগ্রামে ২৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
কুড়িগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার বিকেলে ২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৫ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়েলজী বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরী থেকে এই ২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তার মধ্যে সদর উপজেলার ১৪ জন ও উলিপুরে ১ জনসহ মোট ১৫ জনের ফলাফল পজিটিভ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৮ জনে। এদের মধ্যে ৫ জনের মৃত্যু ঘটেছে। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছেন ১৬৫ জন। এরমধ্যে জেলা শহরসহ সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, এই উপজেলায় এ পর্যন্ত ১১৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এদের মধ্যে ২ জনের মৃত্যু ঘটেছে। আক্রান্তদের অর্ধেকই হচ্ছেন জেলা শহরের তথা পৌরসভা এলাকার অধিবাসী।
তিনি আরও জানান, নতুন করে আক্রান্ত ১৪ জনের মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পাটেশ্বরী শাখার ১ জন কর্মকর্তা এবং ২ জন পুলিশ সদস্য রয়েছেন।
এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, জেলার ৯ উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত ৩১৮ জনের মধ্যে ৫ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ১৬৫ জন। আর আক্রান্ত ১৪৮ জনের মধ্যে ৪ জন জেলা সদরের জেনারেল হাসপাতালে এবং ৪ জন রৌমারী উপজেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এবং অবশিষ্টরা স্ব-স্ব বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও জানান, শুক্রবার হোম কোয়ারেন্টিনে আছেন ১১৫ জন। মেয়াদ শেষ হওয়ায় এ পর্যন্ত হোম কোযারেন্টিন থেকে অবমুক্ত করা হয়েছে ২ হাজার ৬৫১ জনকে। পাশাপাশি, ৩ হাজার ৬২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ৩ হাজার ১৩৫ জনের।
মন্তব্য করুন