কুড়িগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার বিকেলে ২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৫ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।

রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়েলজী বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরী থেকে এই ২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তার মধ্যে সদর উপজেলার ১৪ জন ও উলিপুরে ১ জনসহ মোট ১৫ জনের ফলাফল পজিটিভ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৮ জনে। এদের মধ্যে ৫ জনের মৃত্যু ঘটেছে। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছেন ১৬৫ জন। এরমধ্যে জেলা শহরসহ সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, এই উপজেলায় এ পর্যন্ত ১১৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এদের মধ্যে ২ জনের মৃত্যু ঘটেছে। আক্রান্তদের অর্ধেকই হচ্ছেন জেলা শহরের তথা পৌরসভা এলাকার অধিবাসী।

তিনি আরও জানান, নতুন করে আক্রান্ত ১৪ জনের মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পাটেশ্বরী শাখার ১ জন কর্মকর্তা এবং ২ জন পুলিশ সদস্য রয়েছেন।

এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, জেলার ৯ উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত ৩১৮ জনের মধ্যে ৫ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ১৬৫ জন। আর আক্রান্ত ১৪৮ জনের মধ্যে ৪ জন জেলা সদরের জেনারেল হাসপাতালে এবং ৪ জন রৌমারী উপজেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এবং অবশিষ্টরা স্ব-স্ব বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও জানান, শুক্রবার হোম কোয়ারেন্টিনে আছেন ১১৫ জন। মেয়াদ শেষ হওয়ায় এ পর্যন্ত হোম কোযারেন্টিন থেকে অবমুক্ত করা হয়েছে ২ হাজার ৬৫১ জনকে। পাশাপাশি, ৩ হাজার ৬২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ৩ হাজার ১৩৫ জনের।