- সারাদেশ
- সিলেটে নতুন করে ১২১ জনের করোনা শনাক্ত
সিলেটে নতুন করে ১২১ জনের করোনা শনাক্ত

সিলেটে দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেটে ৭৮ জন, সুনামগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ৮ জন ও হবিগঞ্জে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নরসিংদীর একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সিলেট বিভাগের চার জেলা মিলে শনাক্ত হওয়া মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৬ হাজার ৫২৬ জন। এদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৪০১ জন।
সুনামগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ২৬৩ জন এবং হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা এক হাজার ৩৭ জন। এছাড়া মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ৮২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে সিলেট জেলার ৫৬ জন; যাদের অনেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া সুনামগঞ্জের ৩ জন, মৌলভীবাজারের ৮ জন, হবিগঞ্জের ২০ জন এবং নরসিংদীর একজন শনাক্ত হয়েছেন।
এদিকে শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শুক্রবার তাদের বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হওয়াদের মধ্যে ১১ জন সুনামগঞ্জ জেলার এবং ২২ জন সিলেট জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৩ জন। এখন পর্যন্ত সিলেটে ২ হাজার ৫৪৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৩ জন।
মন্তব্য করুন