চট্টগ্রামে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নগরের আগ্রাবাদ বাদামতলী এলাকায় দুটি ভবনের মাঝখান থেকে লাশটি উদ্ধার করে ডবলমুরিং থানা পুলিশ। উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত উপ-কমিশনার এএম হুমায়ুন কবীর জানান, আগ্রাবাদ বাদামতলী এলাকার ফিনলে ভবন ও সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের মাঝখানের খোলা জায়গা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরণে ট্রাউজার ও শার্ট ছিল। মুখে হালকা দাঁড়ি রয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ২-৩ দিনের বেশি সময় ধরে পড়ে রয়েছে বলে ধারণা করছি। তার মৃত্যুর বিষয়ে এখনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।