- সারাদেশ
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জের তাড়াশে রড বোঝাই একটি লং-ভেইকেলের চাপায় ৩ পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে ময়নাল হোসেন (৩২), একই গ্রামের আব্দুস সামাদের ছেলে আলহাজ আলী (৩৫) ও উল্লাপাড়া উপজেলার শিমলা গ্রামের মিলন (৩৪) । এতে আরো ৪ ব্যাক্তি আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরনবী বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী একটি লং-ভেইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাড়াশের খালকুলা বাজার এলাকার রাস্তার পাশে ছিটকে পড়ে ৫ জন পথচারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ২জন সহ দুপুরে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন পথচারী মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাকী উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্ট্রেশনের ইউনিটের সহায়তায় হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন