বগুড়ায় ২৪ ঘণ্টায় ৩৩৩টি নমুনা পরীক্ষায় আরও ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার সকালে করোনা পরিস্থিতি নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে অংশ নেন বগুড়ার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর। তিনি ১৯ জুলাই বগুড়ার দু’টি পিসিআর ল্যাবে করা ৩৩৩টি নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন।

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, ১৯ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৮২টি নমুনায় ৩৯জনের পজিটিভ এসেছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ৫১টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে আরও ২১টি।

ব্রিফিংয়ে জানানো হয়, নতুন করে ৬০জন কোভিড-১৯ পজিটিভ হওয়ায় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৪ হাজার ১৮০ জনে। তবে আক্রান্তদের মধ্যে ১৮ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তদের মধ্যে মোট ২ হাজার ১৭০ জন সুস্থ হলেন। তবে একই সময়ে আরও একজনের মৃত্যু হওয়ায় করোনা আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হলো। গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। ১৯ জুলাই পর্যন্ত জেলায় মোট ২৪হাজার ৪৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২২হাজার ৩৮৭টির ফলাফল পাওয়া গেছে।

ডা. ফারজানুল ইসলাম আরও জানান, নতুন করে আক্রান্ত ৬০ জনের শরীরে তেমন কোন উপসর্গ না থাকায় তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে যদি প্রয়োজন হয় তাহলে তাদেরকে হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।