- সারাদেশ
- কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার পূর্ণবর্তী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জমিলা (৩) পূর্ণবর্তী গ্রামের আহাদ শেখের মেয়ে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, শিশু জমিলা বাড়ির সামনের খালপাড়ে খেলছিল। এ সময় বাড়ির লোকজন তাকে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে।
তিনি জানান, পরে খাল থেকে শিশু জমিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে শিশু জমিলা খেলতে গিয়ে পা পিছলে খালে পড়ে যায়।
মন্তব্য করুন