করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার রাতে ও সোমবার সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

করোনা উপসর্গে মারা যাওয়া ব্যক্তি হলেন- কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের প্রয়াত এনায়েত আলীর ছেলে সামছুর রহমান (৭৫)। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নারীর নাম মাহফুজা ছিদ্দিকা (৬৫)। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের গোলাম কবীরের স্ত্রী।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ভবতোষ কুমার মণ্ডল জানান, গত ১৬ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন সামছুর রহমান। পরদিন তার নমুনা সংগ্রহ করে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। রোববার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনা আক্রান্ত হওয়ার পর গত ১৩ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন মাহফুজা ছিদ্দিকা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল পৌনে ৮টার দিকে তিনি মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, স্বাস্থ্য বিভাগের রীতিনীতি মেনে মৃতদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের বাড়ি লকডাউন করা হবে।

সাতক্ষীরায় এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ৩৫ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।