লক্ষ্মীপুরে নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১২০১ জন এবং সুস্থ হয়েছেন ৮৯৮ জন। 

গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে ৬৫টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে সদরে ১২ জন, রামগঞ্জে ৩ জন এবং রামগতি উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

সোমবার জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জেলায় এ পর্যন্ত দু’জন ইউপি চেয়ারম্যানসহ কভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৭ জন। তবে করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৯ জন। 

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন- জনপ্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, আনসার, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ প্রকৌশলী ও ব্যাংকার।