- সারাদেশ
- কুয়াকাটায় পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুয়াকাটায় পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় মোবারক হোসেন (৪৫) নামের এক পর্যটকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। রোববার রাত ৯টার দিকে সৈকতের লেম্বুর চর এলাকার বন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মোবারক হোসেন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার যতীন্দ্র নগর গ্রামের মৃত সৈয়দ গাজীর ছেলে।
পুলিশ জানায়, রোববার সকালে ভ্রমনে এসে কুয়াকাটার সানফ্লাওয়ার হোটেলের ৩০৩ নম্বর কক্ষে উঠেন মোবারক হোসেন । সন্ধ্যায় তিনি একটি ভাড়ায়চালিত মোটরসাইকেল নিয়ে লেম্বুর চরের কাকড়া ফ্রাই এলাকায় যান। এ সময় মোটরসাইকেল চালককে সড়কে দাঁড়াতে বলে বনের মধ্যে প্রবেশ করেন মোবারক। বেশ কিছু সময় অপেক্ষার পর তিনি বন থেকে না ফিরলে মোটরসাইকেল চালকসহ ওই এলাকার কয়েকজন বনের মধ্যে প্রবেশ করেন। এ সময় গাছের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখেন তারা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।
মন্তব্য করুন