সড়ক দুর্ঘটনায় আহত গোপালগঞ্জের মুকসুদপুর থানার এসআই মিজানুর রহমান (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার ভোরে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুকসুদপুর থানার ওসি সাকের মোহাম্মদ জুবায়ের জানান, গত ৮ জুলাই সন্ধ্যায় কর্মস্থল মুকসুদপুর থানা থেকে কাশিয়ানী উপজেলার এএসপি সার্কেল অফিসে মোটরসাইকেল করে যাওয়ার পথে পোনা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এসআই মিজানুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার ভোরে মারা যান।