- সারাদেশ
- স্ত্রীকে গলা কেটে হত্যার পর কৌশলের আশ্রয়, জেরায় ধরা খেল স্বামী
স্ত্রীকে গলা কেটে হত্যার পর কৌশলের আশ্রয়, জেরায় ধরা খেল স্বামী

রোববার রাত ৯টার দিকের ঘটনা। পাবনার চাটমোহর উপজেলার চায়ের দোকানদার নিরঞ্জন পাল দোকান খোলা রেখে বাড়িতে যান। এরপর নিজ ঘরে স্ত্রী কল্পনা রানী পালকে (৪০) ধারালো অস্ত্র (চাকু) দিয়ে গলা কেটে হত্যা করে আবার দোকানে চলে আসেন তিনি। রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে চিৎকার করে এলাকাবাসীকে ডাকেন নিরঞ্জন। প্রতিবেশীরা এগিয়ে এলে জানান, কে বা কারা তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে লাশ ঘরে ফেলে রেখে গেছে। এক পর্যায়ে পুলিশের জেরার মুখে, স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন নিরঞ্জন।
নিহত কল্পনা রানী পাল উপজেলার গুনাইগাছা গ্রামে মনোরঞ্জন পালের মেয়ে। নিরঞ্জন পাল ওরফে নিরুর বাড়ি হরিপুর মৃধাপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, যৌতুক দাবিসহ নানা বিষয় নিয়ে কল্পনাকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলেন নিরঞ্জন। এরই ধারাবাহিকতায় এ ঘটনা ঘটান তিনি। এই দম্পতির ২ ছেলে আছে। তবে তারা বাড়িতে থাকে না। পুলিশ নিরঞ্জন পাল ওরফে নিরুকে আটক করেছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ওসি জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিরঞ্জন পাল তার স্ত্রীকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেন। দোকান খোলা রেখে বাড়িতে গিয়ে স্ত্রীকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করে আবার দোকানে ফিরে আসেন তিনি।
তিনি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মনোরঞ্জন পাল বাদী হয়ে নিরঞ্জন পালকে একমাত্র আসামি করে সোমবার বিকেলে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন