- সারাদেশ
- সুবর্ণচরে নিখোঁজের ১৬ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে নিখোঁজের ১৬ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ১৬ ঘন্টা পর আল আমিন হোসেন নামের ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ২ টার দিকে উপজেলার চর আমান উল্যাহ পুর ইউনিয়নের কচ্ছপ মার্কেট এলাকার খালের একটি ভেশাল জাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আল আমিন হোসেন ওই গ্রামের কচ্ছপ মার্কেট এলাকার আব্দুর রহমানের ছেলে।
এর আগে রোবববার সকালে খালের ওপর সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চর আমান উল্যাপুর গ্রামের কচ্ছপিয়া মার্কেট এলাকার বাসিন্দা আব্দুর রহমান তাদের বাড়ির পাশ্ববর্তী খালের পাশে একটি মাছের ঘের (খামার) করেন। রোববার সকালে নিজের মাছের ঘেরে কাজ করছিল রহমান। সকাল ১০টার দিকে তার মেয়ে ফারহানা আক্তার রিয়া (৭) ও ছেলে আল আমিন হোসেন (৫) তাদের বাবার কাছে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে ছোট ভাই আল আমিনকে নিয়ে খালের ওপরে থাকা গাছের সাঁকো পার হয়ে বাড়ি ফিরছিল রিয়া। এসময় পা পিছলে তারা দুইজন খালের পানিতে পড়ে যায়। সাঁতার কেটে রিয়া খালের তীরে উঠতে পারলেও আল আমিন নিখোঁজ হয় । খবর পেয়ে প্রথমে সুবর্ণচর ও পরে মাইজদী ফায়ার সার্ভিসের সদস্য এবং ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে আল আমিনকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে রাত ২টার দিকে খালের ভিতরের একটি ভেয়াল জালের মধ্যে আল আমিনের লাশ পায় ডুবুরির দল।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের সাব স্টেশান অফিসার নূর নবী জানান, নিখোঁজের পর থেকে সুবর্ণচর ও মাইজদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও ডুবুরির দলের সদস্যরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে রাত ২ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোন মামলা দায়ের হয় নি।
মন্তব্য করুন