ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানাল ইউনিয়নে ৫ শ’ বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার, পানি রাখার ক্যান ও পানি বিশ্বদ্ধকরণ ট্যাবেলট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুর  ইউনিয়নের গোলডাঙ্গীরচর গ্রামে বন্যায় পানিবন্দি মানুষের মাঝে এসব বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। 

করোনা ও বন্যার সঙ্কট ধৈর্য্য নিয়ে মোকাবেলার আহবান জানিয়ে তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। এই সঙ্কটে প্রচুর পরিমাণে সরকারি সহায়তা বিতরণ করা হচ্ছে। বন্যায় কোনো মানুষ না খেয়ে মারা যাবে না, পানিবন্দি সকল মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

ডিসি আরো বলেন, সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামের মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিচ্ছে। সেই সরকারি সহযোগিতা অবশ্যই সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে। এসময় তিনি চলমান করোনা সঙ্কটে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে সকলকে অনুরোধ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল আলম, নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান প্রমুখ।