রাষ্ট্রীয় পাটকল বন্ধের 'গণবিরোধী সিদ্ধান্ত বাতিল, পাটকল বন্ধ নয় আধুনিকায়ন করা, পাটখাতে দুর্নীতি-লুটপাট বন্ধ এবং পাট, পাটশিল্প ও পাটচাষী রক্ষার' দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বগুড়ার সাতমাথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না। বক্তব্য রাখেন- বাসদ জেলা আহ্বায়ক কমরেড অ্যাড.সাইফুল ইসলাম পল্টু, সিপিবি জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, সিপিবি জেলা সদস্য সন্তোষ কুমার পাল, বাসদ জেলা সদস্য শ্যামল বর্মন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রায় ৭০ হাজার শ্রমিক ও তাদের পরিবারের প্রায় ৩ লাখ সদস্য এবং পাটচাষী পরিবারের ৩ কোটি সদস্য পাট ও পাট শিল্পের সঙ্গে যুক্ত। তাদের জীবন ও জীবিকা ধ্বংসের আত্মঘাতী-গণবিরোধী এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। অন্যথায় পাটকল শ্রমিক ও পাটচাষীদের ঐক্যবদ্ধ গণআন্দোলনে রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে বাধ্য করা হবে।'