- সারাদেশ
- মেহেরপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু
মেহেরপুরে করোনায় ব্যবসায়ীর মৃত্যু
-samakal-5f15af4ec7882.jpg)
মেহেরপুর শহরের অদুরে বামনপাড়া এলাকায় করোনা আক্রান্ত হয়ে ইউসুফ আলী (৬০) নামে এক সবজী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে নিজ বাড়িতে আইশোলেশনে থাকা অবস্থায় মারা যান তিনি।
ইউছুফ আলী বামনপাড়ার নজরুল ইসলামের ছেলে। তাকে নিয়ে জেলায় মোট ৭ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস জানান, গত ১৬ জুলাই ইউসুফ আলীর নমুনা সংগ্রহ করা হয়। পরদিন কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে তার করোনা পজেটিভ বলে নিশ্চিত করে। করোনা আক্রান্তের পর থেকে তিনি তার নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। করোনা আক্রান্তের পাশাপাশি (সিএলবি) লিভারের রোগে আক্রান্ত ছিলেন ইউছুফ আলী। ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করা হয়েছে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন জানান, মেহেরপুর জেলায় এ পর্যন্ত ২ হাজার ২২২টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭ জনের ও সুস্থ হয়েছেন ৭৬ জন।
মন্তব্য করুন