চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন রহমানবাগ আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় তালাবদ্ধ একটি বাসা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ওই নারীর বয়স আনুমানিক ২৫-২৬ বছর। এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

রহমানবাগ আবাসিক এলাকার যে ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে সেই বাসায় ভাড়া থাকেন রেজাউল ও তার স্ত্রী। বুধবার তাদের সঙ্গে ওই নারী বাসায় আসেন। বৃহস্পতিবার রেজাউল ও তার স্ত্রী বাসা থেকে চলে যান। এরপর থেকে বাসাটি তালা মারা ছিল প্রতিবেশীরা জানায়। রেজাউল সাগরিকা বিসিক শিল্প এলাকায় একটি কোম্পানিতে কাজ করেন। 

হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, 'তিনতলা ওই ভবনের নিচতলায় তালাবন্ধ একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারীকে কেউ গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় একটি হত্যা মমলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে বলে ওসি জানান।