ফরিদপুরের বন্যাদুর্গত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে হা-মীম গ্রুপ। 

বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার সিঅ্যান্ডবি ঘাট এলাকার ৫শ’ পরিবারের মধ্যে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে আজাদের সহায়তায় ও হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমরা দেশ গড়ি’ কার্যালয়ের সামনে খাদ্যসামগ্রী বিতরণ করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন-ওই এলাকার সমাজসেবক শেখ ফেলু মাতুব্বর, আমরা দেশ গড়ি’র নির্বাহী পরিচালক মো. আলম শেখ, কে এম রাফিজুল ইসলাম, সিরাজুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা।