- সারাদেশ
- মাগুরায় করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু
মাগুরায় করোনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলার জোৎশ্রীপুর গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কান্তিপদ বিশ্বাস (৬৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস জানান, করোনা উপসর্গ নিয়ে গত ২১ জুলাই কান্তিপদকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে স্থানীয় হাজরাতলা মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
মন্তব্য করুন