- সারাদেশ
- কালিয়াকৈরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
কালিয়াকৈরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক স্বামী তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মৌচাক মোল্লাহবাড়ী এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত স্ত্রীর নাম ঝর্ণা বেগম ফুলি। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার চাঁনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী জাহাঙ্গীর পলাতক রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঝর্ণা বেগম ও তার স্বামী জাহাঙ্গীর মৌচাক মোল্লাবাড়ি এলাকার সাইদুর রহমান মোল্লার বাড়িতে ভাড়ায় থাকতেন। ঝর্ণা স্থানীয় কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানায় চাকরি করতেন। তার স্বামী বেকার থাকায় প্রায়ই দু'জনের মধ্যে ঝগড়া হতো। মঙ্গলবার রাতে কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় জাহাঙ্গীর চাকু দিয়ে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে অনেক বেলা হয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় পাশের ভাড়াটিয়ারা ঝর্ণাকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে ঘরে ঢুকে তার গলা কাটা লাশ দেখতে পান তারা।
খবর পেয়ে সকালে অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম ও কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশন করেছেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন