- সারাদেশ
- মুজিববর্ষে বৃক্ষরোপন করা সেই স্কুল মাঠে পশুর হাট বন্ধের নির্দেশ
মুজিববর্ষে বৃক্ষরোপন করা সেই স্কুল মাঠে পশুর হাট বন্ধের নির্দেশ

ফাইল ছবি
মুজিববর্ষে বৃক্ষরোপন করা সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী পশুর হাট বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ভাচ্যুয়াল আদালতে জনস্বার্থে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারক তারিকুল হাকিম এই রায় দেন। এতে স্কুল মাঠে হাটের জন্য বসানো সকল স্থাপনা সরিয়ে নেওয়ারও নির্দেশ দেন বিচারক।
গত ১৮ জুলাই স্কুলের সামনের মাঠে মুজিববর্ষে প্রধানমন্ত্রী ঘোষিত এক কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে গাছের চারা রোপন করা হয়। গত ২৪ জুলাই এই মাঠ ইজারা দিয়ে পশুর হাট বসায় সিলেট সদর উপজেলা প্রশাসন। স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর প্রতিবাদ আমলে নেওয়া হয়নি। বাংলাদেশ পরিবেশ আন্দোলনও মানববন্ধন করে।
এমন পরিস্থিতিতে হাইকোর্টের আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী স্কুল মাঠে পশুর হাট বন্ধে হাইকোর্টে রিট আবেদন করেন। অ্যাডভোকেট মোস্তাক আহমদ জানান, মহামারি পরিস্থিতিতে হটস্পট তৈরি হয়ে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় রিট করেছি। এছাড়া বিদ্যালয় প্রাঙ্গণ বাণিজ্যিক কোনো কাজে ব্যবহারে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে।
অ্যাডভোকেট মোস্তাক আহমদ বলেন, আদালত পশুর হাট বন্ধ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত হাটের ইজারা প্রদানের নোটিশ স্থগিত করেছেন। আদালতের এই আদেশ বুধবার থেকেই কার্যকর বলে জানান তিনি। তবে আদালতের কোন নির্দেশনা পাননি বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুম মুনিরা।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন লাক্কাতুরা চা বাগান রয়েছে। স্কুল মাঠে পশুর হাট বসানো স্টেডিয়ামের আশপাশ ও চা বাগানোর ক্ষতির আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষও প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু সদর উপজেলা প্রশাসন তা আমলে না নিয়েই হাটের জন্য ইজারা দেয়।
মন্তব্য করুন