রংপুরে করোনা আইসোলেশন হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।

মৃতেরা হলেন-রংপুর সিটি কর্পোরেশন এলাকার আব্দুস সাত্তার (৫০) ও জয়পুরহাট জেলার মাহাবুব আলম (৬৫)। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নুরুন নবী জানান, রংপুর নগরীর আব্দুস সাত্তার গত ১৮ তারিখে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং ২৭ জুলাই মারা যান। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। অন্যদিকে, মাহাবুব আলম গত ২০ জুলাই করোনা হাসপাতালে ভর্তি হন এবং ২৮ জুলাই তিনি মারা যান। 

এদিকে, রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৪৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৭ জন, কুড়িগ্রামে ১৬ জন, গাইবান্ধায় ৯ জন ও লালমনিরহাটের ৫ জন।

বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হন। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জন অফিসের তথ্যমতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৭১ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ২৪৬ জন ও মারা গেছেন ৩০ জন।