কুড়িগ্রামে নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার বিকেলে ৩০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ১৬ জনের করোনা পজিটিভ এসেছে। 

তাদের মধ্যে সদর উপজেলার ৯ জন, উলিপুরের ২ জন, রাজারহাটের ৩ জন, ভূরুঙ্গামারীর একজন এবং রৌমারীর একজন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭০ জনে। আর জেলায় করোনায় মারা গেছেন মোট ৬ জন।

সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়েলজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরি এবং ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে এ পর্যন্ত কুড়িগ্রামের ৩ হাজার ৪৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪৭০ জনের করোনা পজিটিভ আসে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৯ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এই নিয়ে বুধবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ১৬২ জন। জেলায় এ পর্যন্ত ২৪৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এছাড়া জেনারেল হাসপাতালে ৪ জন ও রৌমারী উপজেলা হাসপাতালে ৪ জন আইসোলেশন ওয়ার্ডে এবং ২১০ জন নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। 

সিভিল সার্জন জানান,কুড়িগ্রাম সদর উপজেলায় করোনায় আক্রান্তে সংখ্যা বেশি। এ পর্যন্ত জেলা সদরসহ এই উপজেলায় আক্রান্ত হয়েছেন ২০৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ জন। সুস্থ হয়েছেন ৭৫ জন।