ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রাশেদা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোরে উপজেলার সেনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের নজরুল ইসলাম (৩০) নামের এক যুবককে  আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূ  প্রবাসী মতিউর রহমানের স্ত্রী।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাশেদা প্রতিদিনের মত রাতে সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে তার মেয়ে সাদিয়ার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় দেখে। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। 

বাঞ্ছারামপুর থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, ধারণা করা হচ্ছে। গরু কেনার টাকা চুরি করতে এসে দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। নজরুল ইসলাম  নামে  সন্দেহভাজন একজনকে আমরা আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে।