চাঁদপুরের মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আওলাদ হোসেন লিটন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি নিজ বাসায় রয়েছেন। 

পৌর মেয়র আওলাদ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওসার হিমেল। বুধবার তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

করোনা দুর্যোগের এই সময়ে মেয়র পৌর এলকায় দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছিলেন। নিজেই খাদ্য সহায়তা পৌঁছে দেন দরিদ্র মানুষের ঘরে ঘরে। পৌরবাসীর স্বাস্থ্য সচেতনতায় তিনি প্রচারণা চালান বিরামহীনভাবে।

মেয়র আওলাদ হোসেন তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বুধবার মতলবে ৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।