ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

মায়ের ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা

মায়ের ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা

প্রতীকী ছবি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১০:০০ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ১০:০০

সিরাজগঞ্জের শাহজাদপুরে মায়ের ওপর অভিমান করে মেয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগাচর গ্রামে গলায় ফাঁস দিয়ে মোছা. মীম আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের।

নিহত মীম উপজেলার দরগাচর গ্রামের বাসিন্দা মো. আব্দুল্লাহর মেয়ে। 

নিহতের বাবা আব্দুল্লাহ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে বাকবিতণ্ডা হয় মীমের। এরই জেরে মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল বাসার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন