প্রধানমন্ত্রীর জনসভায় পানি পান করালেন মুচি দয়াল বিশ্বাস

জনসভায় আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে স্বেচ্ছায় পানি পান করাচ্ছেন মুচি দয়াল বিশ্বাস। ছবি: সমকাল
ফরিদপুর অফিস ও ভাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১২:৩৮ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ১২:৩৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে স্বেচ্ছায় পানি পান করিয়েছেন দয়াল বিশ্বাস (৪২) নামের এক যুবক। তিনি পেশায় মুচি। ভাঙ্গা কাজী আবু ইউসূফ স্টেডিয়াম থেকে চারশ’ গজ দূরে দাঁড়িয়ে দূরদূরান্ত থেকে আসা উৎসুক জনতা ও নৌকাপ্রেমীদের পানি পান করান তিনি। মঙ্গলবার সকালে ভাঙ্গা পৌরসভার ডা. কাজী আবু স্টেডিয়ামে আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভা এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
দয়াল বিশ্বাস জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় সাড়ে চারশ’ মানুষকে পানি পান করিয়েছেন। এ কাজটি তিনি প্রধানমন্ত্রীকে ভালোবেসে করেছেন।
তিনি জানান, দূরদূরান্ত থেকে আসা অধিকাংশ মানুষ তীব্র গরমে ক্লান্ত হয়ে পড়েন। অনেকেই পানি কিনে খেতে গেলে নানা সমস্যার সম্মুখীন হন। এ জন্য দয়াল বিশ্বাস জনসভায় অংশগ্রহণ করতে আসা পানি পিপাসুদের ডেকে পানি পান করিয়েছেন। এতে তিনি অনেক খুশি। কারণ শেখ হাসিনার আগমন উপলক্ষে কিছু একটা তিনি করতে পেরেছেন।
জনসভায় অংশ নিতে এসেছেন উপজেলার কাউলীবেড়া গ্রাম থেকে আরিফ মোল্লা। তিনি একটি নৌকার আদলে মাথায় টুপি পরেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ভালোবাসেন। তাই, নৌকার পক্ষে প্রচার ও মানুষকে আনন্দ দিতে এমন করে সেজেছেন।
নৌকার আদলে মাথায় টুপি পরা আরিফ মোল্লা। ছবি: সমকাল
নৌকাপ্রেমী মো. আলী জানান, তিনি শরিয়তপুর থেকে ভাঙ্গায় স্টেডিয়ামে জনসভায় অংশ নিতে এসেছেন। শেখ হাসিনা যেই জনসভায় যান, তিনিও তার ভালোবাসার টানে সেখানেই ছুটে যান। তাই, তিনি সারা শরীরে লাল-সবুজের পোশাক ও মাথায় নৌকার আদলে টুপি পরেছেন। এ সময় তার শরীরের সঙ্গে একটি ফেস্টুন জড়িয়েছেন।
আজিজ খাঁ (৭৮) ও তার স্ত্রী আলেখা বেগম (৭২) জনসভায় এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে। কিন্তু মানুষে ভিড়ের মধ্যে স্টেডিয়ামের ভেতরে যেতে পারেননি। স্টেডিয়ামের এক কোনায় গাছের নিচে বসে আসেন তারা। এ বয়সে এত কষ্ট করে কেন এসেছেন এমন প্রশ্নে তারা জানান, বঙ্গবন্ধুকন্যাকে তারা ভালোবাসেন। তাই সকাল সাড়ে ৭টায় স্টেডিয়াম এলাকায় এসেছেন, ভেবেছিলেন খুব সকালে এলে স্টেডিয়ামের ভেতরে যেতে পারবেন। কিন্তু সকাল থেকেই ভিড় থাকায় তারা যেতে পারেননি। তবে শেখ হাসিনাকে চোখের দেখা দেখতে না পারলেও খুব কাছ থেকে মাইকে তার কণ্ঠের ভাষণ শুনবেন।
জনসভায় আসা এক বাকপ্রতিবন্ধী ইশারায় জানান, তিনি আগামীতে নৌকার পক্ষে ভোট চান।
এদিন প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ঢাকা-ভাঙ্গা রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন করেন। পরে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ২টায় ভাঙ্গা রেল জংশনে পৌঁছান। সেখান থেকে সড়কপথে বিকাল ৩টায় সমাবেশস্থলে আসেন তিনি।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- পানি
- মুচি