ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

অস্ত্রের মুখে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, আসামি গ্রেপ্তার

অস্ত্রের মুখে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, আসামি গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৪:০৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ১৪:০৪

বগুড়ার ধুনটে অস্ত্রের মুখে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার ফরহাদ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার মামলা করা হয়। ফরহাদ হোসেন শৈলমারী গ্রামের বাসিন্দা।  

মামলা থেকে জানা যায়, প্রতিবন্ধী ওই নারী ৩ বছরের ছেলেকে নিয়ে ভাইয়ের বাড়িতে বসবাস করছিলেন। প্রতিবেশী ফরহাদ হোসেন প্রায়ই তাঁকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। গত ১৩ এপ্রিল রাতে ওই নারী প্রয়োজনে বাড়ির অদূরে বাঁশঝাড়ে গেলে ফরহাদ ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে ধর্ষণ করে। ঘটনা কাউকে জানালে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। পরে পরিবারের সদস্যরা শারীরিক অবস্থার পরিবর্তন দেখে প্রতিবন্ধী নারীকে ১৭ সেপ্টেম্বর হাসপাতালে নিয়ে যান। পরীক্ষার পর জানা যায়, তিনি অন্তঃসত্ত্বা। এলাকায় আপস-মীমাংসা না হওয়ায় সোমবার ওই নারীর ভাই বাদী হয়ে ফরহাদ হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় অভিযোগ দেন। পুলিশ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে। 

ধুনট থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ফরহাদ হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন