- সারাদেশ
- বেদে-জেলে-হিজড়া সম্প্রদায়ের ৫শ পরিবারের পাশে সুবর্ণগ্রাম ফাউন্ডেশন
যৌথ উদ্যোগে ৬৩ মসজিদে ছিটানো হলো জীবাণু নাশক
বেদে-জেলে-হিজড়া সম্প্রদায়ের ৫শ পরিবারের পাশে সুবর্ণগ্রাম ফাউন্ডেশন

সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সোনারগাঁয়ের বেদে, জেলে ও হিজড়া সম্প্রদায়ের ৫০০ পরিবারের মধ্যে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক আল আমিন তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রিপন ও সোনারগাঁ উদীচীর সভাপতি লেখক শংকর প্রকাশ।
এছাড়া সোনারগাঁও পৌরসভা ও সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সোনারগাঁও পৌরসভার যেসব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেই ৬৩টি মসজিদে জীবাণু নাশক ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মসজিদে ঈদের জামাতে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য মসজিদ কমিটির কাছে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক এবং করোনা দুর্যোগে সামাজিক দূরত্ব রক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মেয়র মো. সাদেকুর রহমানের একটি নির্দেশনা পত্র পাঠানো হয়েছে। শনিবার যেসব নির্দিষ্ট স্থানে এবং বাসা-বাড়িতে পশু কোরবানি হবে, সেসব স্থানে কোরবানিকৃত পশুর বর্জ্য অপসারণ ও জীবাণু নাশক ছিটানোর কাজে পৌরসভার একদল দক্ষ কর্মী এবং সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের ভলান্টিয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন