- সারাদেশ
- সালথার চেয়ারম্যান করোনায় আক্রান্ত
সালথার চেয়ারম্যান করোনায় আক্রান্ত
চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম ইফতেখার আজাদ।
ডা. এসএম ইফতেখার আজাদ সমকালকে বলেন, উপজেলা চেয়ারম্যান ওয়াদুদের নমুনা সংগ্রহ করে ৩০ জুলাই ফরিদপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছিল। শুক্রবার পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
ডা. এসএম ইফতেখার আজাদ বলেন, শুক্রবার উপজেলা চেয়ারম্যানসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৯ জন।
চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, গত কয়েকদিন ধরে জ্বর ও কাশির সমস্যায় রয়েছি। তবে বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছি।
মন্তব্য করুন