নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় সাব্বির মুন্সি (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার বিকেলে কালিয়া-বারইপাড়া সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

সাব্বির উপজেলার বেন্দারচর গ্রামের ইছানুর মুন্সির ছেলে। তিনি কালিয়া সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

জানা যায়, বিকেল ৪টার দিকে সাব্বির ও তার বন্ধু ইসমাইল হোসেন মোটরসাইকেলযোগে কালিয়া বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় দুইজনই আহত হন। তাদের কালিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ইসমাইলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।