চট্টগ্রামের রাউজানে করোনার উপসর্গ নিয়ে সোমবার ৩ জনের মৃত্যু হয়েছে। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নূর আলম এ তথ্য জানান।

মৃতরা হলেন- রাউজান উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশোক পালিতের বাবা সুধাংশু বিমল দাশ, বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট এলাকার এক ব্যক্তি  এবং রাউজানের ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা এলাকার জেবল হোসেন।

মরদেহ দাফন ও সৎকার করে স্থানীয় তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর গঠিত স্বেচ্ছাসেবক টিম। এতে নেতৃত্ব দেন পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নূর আলম দীন জানান, রাউজানে এ পর্যন্ত ১ হাজার ২ শ’ জনের নমুনা পরীক্ষায় ৩ শ’ জনের করোনা শনাক্ত হয়েছে। ১ শ’ ৫০ জন আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন এবং করোনায় সংক্রমিত হয়ে ৫০ জন মারা গেছেন।