কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাস (কোভিড-১৯) ইউনিটে করোনা ভাইরাসের লক্ষণ ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মারজানা আক্তার এসব তথ্য জানান। তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ২ জন এবং আইসিইউতে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে আইসোলেশনে কুমিল্লার নাঙ্গলকোটের হারুনুর রশিদ, বরুড়ার হালেমা এবং আইসিইউতে চৌদ্দগ্রামের তানজেবুন্নেসা ও আদর্শ সদরের গেলাম রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে।