- সারাদেশ
- নোয়াখালীতে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রীর পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি
নোয়াখালীতে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রীর পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি

প্রতীকী ছবি
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক মাদ্রাসাছাত্রীকে (১৫) ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীটির মা রোববার রাতে সোনাইমুড়ী থানায় অভিযোগ দিলেও পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত না করে শালিস বৈঠকের মাধ্যমে মিমাংশার জন্য কাল ক্ষেপন করে। এ দিকে ধর্ষকের পক্ষের লোকজন ছাত্রীটির মাকে এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানাযায়, সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সোনাইমুড়ী পশ্চিম পাড়া মহল্লার ভাড়াটিয়া বাসিন্দা মাদ্রাসারছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করে এলাকার নুর মোহাম্মদের বখাটে ছেলে শহিদ (২৩)। ঈদের পরদিন রোববার রাত ৮টার দিকে শহিদ ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। ছাত্রীটির মা ও মামলার বাদী জানান, এই ঘটনার পর রোববার রাতেই তিনি শহিদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই আমির হামজাকে। ঘটনার পর থেকে অভিযুক্ত শহিদ এলাকা ছেড়ে পালিয়েছে। এ ঘটনার পর ওই নারীকে তার মেয়ে নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেয় ধর্ষকের লোকজন। প্রভাবশালী একটি চক্র শালিসের মাধ্যমে বিষয়টি মিমাংশার চেষ্টা চালাচ্ছে।
সোনাইমুড়ী থানার এসআই আমির হামজা বলেন, রোববার রাতে তিনি অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়ে ঘটনাস্থাল পরিদর্শন করেছেন। ঘটনাটি স্থানীয় পর্যায়ে শালিস বৈঠকে মিমাংশার জন্য বাদী তার কাছ থেকে দুই দিনের সময় চেয়েছেন।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ধর্ষণ বা শ্লীলতাহানির ঘটনা কোনো অবস্থাতেই শালিসযোগ্য নয়। এ ঘটনায় যারা শালিস করেছে তারাও অপরাধী। তিনি এ ব্যাপারে ছাত্রীটির মায়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।
মন্তব্য করুন