- সারাদেশ
- করোনা নিয়ে আ.লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য সত্য নয়: রিজভী
করোনা নিয়ে আ.লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য সত্য নয়: রিজভী

কুড়িগ্রাম প্রেস ক্লাবে বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী- সমকাল
বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছেন- তা সত্য নয়। কারণ, যেখানেই যাচ্ছি- সেখানেই করোনার মৃত্যু সংবাদ। ঢাকাতে সাংঘাতিক অবস্হা। এখন মফস্বল এলাকাগুলোতে বিশেষ করে জেলা শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। ফলে করোনাতো নিয়ন্ত্রণে নেই, বরং আরও ব্যাপকহারে বিস্তার লাভ করেছে।’
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের মধ্যে পিপিই, সার্জিকাল মাক্স ও হাত ধোয়ার সাবান প্রদান শেষে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সহ-সভাপতি রশীদ আহমেদ, জেলা বিএনপি'র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম-সম্পাদক হাসিবুর রহমান হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘একদিকে করোনা, আরেক দিকে বন্যার আঘাতে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এগুলো মোকাবিলায় সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। উপরন্তু নানা ধরণের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন সরকার দলীয় নেতারা। যাতে জনগণের দৃষ্টি ওই দিকে থাকে।’
রুহুল কবির রিজভী ঢাকা থেকে মঙ্গলবার ভোরে কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়ায় নিজ বাড়িতে আসেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
মন্তব্য করুন