- সারাদেশ
- বজ্রপাতে পেয়ারাবোঝাই নৌকার মাঝি নদীতে পড়ে নিখোঁজ
বজ্রপাতে পেয়ারাবোঝাই নৌকার মাঝি নদীতে পড়ে নিখোঁজ

প্রতীকী ছবি
বজ্রপাতে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন পেয়ারাবোঝাই নৌকার মাঝি শামীম (৩৪)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন সংলগ্ন নয়াভাঙ্গুলী নদীর সুইচগেট ঘোষেরচর নামক এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর ১টা পর্যন্ত শামীমের সন্ধান পাওয়া যায়নি।
গুয়াবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান জানান, পেয়ারা বিক্রির জন্য পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা থেকে ৩-৪ জন ব্যবসায়ী নৌকায় পেয়ারা নিয়ে হিজলা উপজেলার হরিনাথপুরের দিকে যাচ্ছিলেন। নয়াভাঙ্গুলী নদীর ঘোষেরচর এলাকা অতিক্রমকালে মুষলধারে বৃষ্টির মধ্যে একাধিক বজ্রপাত হয়। নৌকায় বজ্রপাত হলে মাঝি শামীম নদীতে পড়ে গিয়ে নিঁখোজ হন। তাকে উদ্ধারের জন্য স্থানীয়ভাবে চেষ্টা চলছে।
ওই নৌকার অপর যাত্রী লিটন মল্লিক জানান, তারা ৪ জন পেয়ারা বিক্রির জন্য নৌকায় হরিনাথপুরে যাওয়ার পথে নয়াভাঙ্গুলী নদীতে বজ্রপাতের ঘটনা ঘটে। শামীম নদীতে পড়ে গিয়ে নিঁখোজ হলেও তিনিসহ (লিটন) নৌকার অপর দুইজন পুরোপুরি অক্ষত আছেন।
নিঁখোজ শামীমের উদ্ধারের বিষয়ে জানতে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিম কুমার সিকদারকে একাধিকবার কল দেওয়া হলে তিনি সংযোগ কেটে দেন।
মন্তব্য করুন