- সারাদেশ
- হবিগঞ্জে নৌকাডুবিতে নারী নিহত, নিখোঁজ ২
হবিগঞ্জে নৌকাডুবিতে নারী নিহত, নিখোঁজ ২
-samakal-5f2953950e6a9.jpg)
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর হাওরে নৌকাডুবে দুলন আক্তার (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত নারীর শিশুপুত্র ও ভাই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা চলছে। মঙ্গলবারবেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত দুলন আক্তার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা- হুকড়া গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে। এছাড়া নিখোঁজ দুজন হলেন- নিহতের ভাই আলী নূর (৩৬) এবং শিশুপুত্র খোকন মিয়া (৫)।
নিহত ও নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন বিথঙ্গল পুলিশ ফাঁড়িরর ইনচার্জ মহিউদ্দিন আহমেদ।
স্থানীয়রা জানান, ৫-৭ জন যাত্রী নিয়ে ছোট একটি ইঞ্জিল চালিত নৌকা শিবপাশা থেকে রহমতপুর যাচ্ছিল। এ সময় রহমতপুর গ্রামের কাছে পৌঁছলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ২-৩ জনকে উদ্ধার করলেও তিনজন নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুলন আক্তারের মরদেহ উদ্ধার করে। কিন্তু ঘটনার ২ ঘণ্টা পরও নিহতের ছেলে ও ভাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিকেল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।
মন্তব্য করুন