গোপালগঞ্জে মধুমতি, কুমার, শৈলদহ, বাঘিয়ারকুল ও মধুমতি বিলরুট চ্যানেলের পানি বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গোপালগঞ্জ সদর, কাশিয়ানী  মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলার ২০টি গ্রামের অন্তত আড়াই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এরমধ্যে ৫শ’ পরিবার  শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও রাস্তার পাশে আশ্রয় নিয়েছে। তারা পরিবার পরিজন, গরু-ছাগল ও হাঁস-মুরগি নিয়ে বিপাকে পড়েছে। এসব এলাকার ছোট-বড় প্রায় এক হাজারের বেশি পুকুর পানিতে ভেসে গেছে। নষ্ট হয়েছে সবজি ক্ষেত।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য জানান, এখনো জেলার নদ নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।