- সারাদেশ
- শ্রীপুরে বজ্রপাতে কৃষক নিহত
শ্রীপুরে বজ্রপাতে কৃষক নিহত

ফাইল ছবি
মাগুরা শ্রীপুর উপজেলা আমলসার ইউনিয়নে বালিয়াঘাটা গ্রামে মঙ্গলবার বিকেলে বজ্রপাতে দশরত বিশ্বাস (৩০) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত দশরত বিশ্বাস বালিয়াঘাটা গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে।
নিহতের ছোট ভাই বাসুদেব বিশ্বাস জানান, বিকেলে বৃষ্টির মধ্যে স্থানীয় মাঠে দশরত বিশ্বাস কোমর পানিতে পাটের আশ ছাড়াচ্ছিলেন। এমন সময় তার শরীরের ওপর ব্রজপাতের ঘটনা ঘটলে তিনি অচেতন হয়ে যান। পাশের জমিতে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ওসি মাসুদ আহমেদ বলেন, শ্রীপুরে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
মন্তব্য করুন