- সারাদেশ
- রাজিবপুরে বজ্রপাতে শিক্ষার্থী নিহত
রাজিবপুরে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

রিফাত মিয়া
কুড়িগ্রামের রাজিবপুরে বজ্রপাতে রিফাত মিয়া নামে অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত মিয়া ওই ইউনিয়নের জাউনিয়ার চর মিয়াপাড়া গ্রামের সেলিম মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে মিয়াপাড়া গ্রামের পশ্চিম পাশে নদীতে বন্ধুদের সাথে জাল দিয়ে মাছ ধরতে যান রিফাত মিয়া। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি মারাত্মক আহত হন। গুরুতর অবস্থায় রিফাতকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মেডিকেল অফিসার ডা.নাজমুল ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল কুদ্দুস জানান, বজ্রপাতের শিকার ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
মন্তব্য করুন