- সারাদেশ
- আড়াইহাজারে যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার
আড়াইহাজারে যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার

সাইফুল ইসলাম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালদী বাজার মার্কাস জামে মসজিদের তিনতলা ভবনের ছাদ থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
নিহত সাইফুল ইসলামের (২৫) গলার অগ্রভাগের কিছু অংশ ও দুই হাতের কব্জি কাটা অবস্থায় ছিল। তিনি উপজেলার বিশনন্দী এলাকার ওসমান গণির ছেলে। সাইফুল গোপালদী বেপারীপাড়ার উলুকান্দি এলাকায় নানা আব্দুল বাতেন মিয়ার বাড়িতে থাকতেন। তিনি উপজেলার গোপালদী বাজারের মনির ফামের্সিতে কাজ করতেন। তবে ঈদের আগে ছুটিতে গিয়ে কর্মস্থলে ফেরেননি।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আড়াইহাজার থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
মন্তব্য করুন