- সারাদেশ
- চট্টগ্রামে গার্মেন্টসের লিফট দুর্ঘটনায় ১২ শ্রমিক আহত
চট্টগ্রামে গার্মেন্টসের লিফট দুর্ঘটনায় ১২ শ্রমিক আহত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহার সিগন্যাল এলাকায় কেডিএস গ্রুপের একটি পোশাক কারখানায় লিফট দুর্ঘটনায় ১২ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে বধবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ করে লিফট ছিড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শ্রমিকরা।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, 'বৈদ্যুতিক গোলোযোগ থেকে পোশাক কারখানার একটি লিফটে দুর্ঘটনা ঘটেছে। এতে ১২ শ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চারজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।'
প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিক বলেন, লিফট দুর্ঘটনায় ২০ থেকে ২৫জন শ্রমিক আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজন বেশি আঘাত পেয়েছেন। কিন্তু প্রকৃত ঘটনা আড়াল করা হচ্ছে।
মন্তব্য করুন