- সারাদেশ
- সাড়ে ৪ মাস পর সুন্দরবন ও সীমান্ত এক্সপ্রেস চালু হচ্ছে
সাড়ে ৪ মাস পর সুন্দরবন ও সীমান্ত এক্সপ্রেস চালু হচ্ছে

ফাইল ছবি
প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর আগামী শনিবার থেকে পুনরায় চালু হচ্ছে ঢাকা-খুলনা রুটের ট্রেন সুন্দরবন এক্সপ্রেস। একই দিন খুলনা-চিলাহাটি-খুলনা রুটের সীমান্ত এক্সপ্রেসও চালু হবে। বর্তমান নিয়ম অনুযায়ী অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৫ মার্চ থেকে খুলনা থেকে বিভিন্ন রুটের আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গত ৩১ মে খুলনা-ঢাকা রুটে চিত্রা এক্সপ্রেস চালু হয়। অর্ধেক যাত্রী নিয়ে প্রতিদিন সকালে ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি। আর ১৪৩ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে চালু হচ্ছে সুন্দরবন ও সীমান্ত এক্সপ্রেস।
খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, ট্রেন চালুর চিঠি এখনও হাতে পাননি। তবে মৌখিকভাবে শোনার পর ট্রেনের বগিগুলো পরিস্কার করার কার্যক্রম শুরু হয়েছে। চিঠি পাওয়ার পর ট্রেন ছাড়ার পদক্ষেপ নেওয়া হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. শহীদুল ইসলাম জানান, রেল ভবনের সিদ্ধান্ত অনুযায়ী সুন্দরবন, সীমান্ত এক্সপ্রেসসহ আরও ছয়টি ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি ট্রেনে ৫০ শতাংশ যাত্রী নেওয়া হবে। টিকিট সংগ্রহ করতে হবে অনলাইনের মাধ্যমে।
মন্তব্য করুন