চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের ২৪ জনকে একযোগে বদলি করা হয়েছে। বুধবার চসিক সচিব আবু শাহেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। 

বদলি হওয়াদের মধ্যে কর কর্মকর্তা ১৩ জন, উপ কর কর্মকর্তা ৭ জন এবং কর আদায়কারী ৪ জন। 

আদেশে বলা হয়েছে, রাজস্ব প্রশাসনে গতিশীলতা ও শৃঙ্খলা আনতে দায়িত্ব পুনর্বন্টন করে তাদের রাজস্ব বিভাগের অন্য সার্কেলে বদলি করা হয়েছে। বদলি হওয়া ব্যক্তিদের ১৬ অগাস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

চমেক সচিব আবু শাহেদ চৌধুরী বলেন, 'ওই ২৪ জন অনেক দিন ধরেই একই সার্কেলে কর্মরত ছিলেন। তাই কাজে গতিশীলতা আনতে তাদের বদলি করা হয়েছে। নবনিযুক্ত প্রশাসকের নির্দেশে এই পরিবর্তন আনা হয়েছে।' 

সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিজস্ব আয়ের প্রধান খাত কর, যা রাজস্ব বিভাগের মাধ্যমে আদায় করা হয়। তবে অনেক বছর ধরেই কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না রাজস্ব বিভাগ। এতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খেতে হচ্ছে বিভাগটিকে।