- সারাদেশ
- মুন্সীগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ সদর উপজেলায় একটি পুকুরে নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পুকুরে নৌকা দিয়ে ৮-৯ শিশু ঘোরার সময় উল্টে গেলে পানিতে ডুবে আরাফাত (৮), হাফসা (৭) ও তন্দ্রার (১২) মৃত্যু হয়।
শিশু আরাফাতের চাচা আনোয়ার হোসেন জানান, দু'দিন আগে আরাফাতের সুন্নতে খতনা অনুষ্ঠানে এসেছিল তারা। স্থানীয় একটি পুকুরে নৌকা দিয়ে ৮-৯ শিশু ঘুরছিল। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। এ সময় বাকিরা উদ্ধার হলেও তিন শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন