জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে দ্রুতগামী একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে এর চালক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত চালকের নাম সোলাইমান হক (২৫)। তিনি উপজেলার উথলী ফার্ম গেট পাড়ার নাইটগার্ড আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোলাইমান আলমসাধু চালিয়ে আন্দুলবাড়িয়ার চাঁনপুর বিলের দিকে যাচ্ছিলেন। পথে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালক সোলাইমান গুরুতর আহত হন। উদ্ধার করে তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।