- সারাদেশ
- সিলেটের পুলিশ কমিশনার কিবরিয়া করোনায় আক্রান্ত
সিলেটের পুলিশ কমিশনার কিবরিয়া করোনায় আক্রান্ত

পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া- সংগৃহীত ছবি
সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পুলিশ কমিশনারের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানের নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন মহানগর পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।
শরীরে করোনার উপসর্গ থাকায় পরীক্ষার জন্য সোমবার সকালে গোলাম কিবরিয়ার নমুনা সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে তিনি শারীরিকভাবে ‘ভালো আছেন’ বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার।
মন্তব্য করুন