- সারাদেশ
- নতুন জামা না পেয়ে শাহজাদপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা
নতুন জামা না পেয়ে শাহজাদপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

ফাইল ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে রনির খাতুন (১০) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
সে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া পূর্ব পাড়া গ্রামের দুলাল শেখের মেয়ে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রনির খাতুন তার মায়ের কাছে একটি নতুন জামার আবদার করে। তার মা জামা দিতে অস্বীকার করায় ক্ষোভে নিজ ঘরের ধর্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
শাহজাদপুর থানার এসআই আসাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন