- সারাদেশ
- উল্লাপাড়ায় ৩ সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ
উল্লাপাড়ায় ৩ সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ
-samakal-5f3b72a1708eb.jpg)
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩ সন্তানের জননী এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হাবিবুর রহমানকে (৪৫) সোমবার বিকেলে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ। হাবিবুর রহমান উপজেলার তেলকুপি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
নির্যাতিতা ওই গৃহবধূ সোমবার সকালে সলঙ্গা থানায় করা মামলায় অভিযোগ করেন, গত ১৪ আগস্ট হাবিবুর রহমান তাকে নিজ বাড়িতে ডেকে নেন। একই সময় সেখানে উপস্থিত হন হাবিবুর রহমানের সহযোগী একই গ্রামের জাকের আলীর ছেলে আলিফ হোসেন (২০), মান্দু মিয়ার ছেলে ফারুক হোসেন (২০) ও শাকিল হোসেন শেখ (২১)। হাবিবুর রহমানের বাড়িতে ওই সময় তার পরিবারের লোকজন ছিল না। এই সুযোড়ে হাবিবুর রহমান ওই নারীকে ছুরির ভয় দেখিয়ে একটি ঘরে নিয়ে যান এবং সেখানে পালাক্রমে হাবিবুর ও তার সহযোগীরা তাকে ধর্ষণ করে করে পালিয়ে যান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। একটু সুস্থ হবার পর সোমবার তিনি হাবিবুর ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড.জেড.এম তাজুল হুদা জানান, পুলিশ প্রধান আসামিকে গ্রেফতার করেছে। অপর আসামিরা পালিয়ে বেড়াচ্ছে। তাদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন