- সারাদেশ
- ধামরাইয়ে ১২ সড়কের যান চলাচল বন্ধ
ধামরাইয়ে ১২ সড়কের যান চলাচল বন্ধ

ধামরাইর ফুকুটিয়া এলাকায় বন্যার পানিতে সড়কের বেহাল দশা- সমকাল
ঢাকার ধামরাইয়ে বন্যায় অর্ধশতাধিক পাকা সড়ক ভেঙে যাওয়ায় ২০ দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে।
ধামরাই উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, বন্যায় উপজেলার কালামপুর-বান্নাখোলা সড়ক, ডালিপাড়া-রামদাইর সড়ক, বান্নাখোলা-সিংশ্রী-ধানতারা সড়ক, আমছিমুর-পাড়াগ্রাম সড়ক, কুনিকুশুরা-হালুয়াপাড়া সড়ক, আতুল্লাহচর-মুন্সিরচর-মনোহরপুর সড়ক, বাইশাকান্দা-পোটল সড়ক, সোমভাগ-আমতলী-দেপাশাই সড়ক, কেলিয়া-ফুকুটিয়া সড়ক, জয়পুরা-জলসীন সড়ক, ধামরাই-বাড়িগাঁও-রুপনগর-ফোটনগর সড়ক, রোয়াইল-সুয়াপুর সড়ক, করিমকাইমতারা-রাজনগর সড়ক, বাথুলি-নওগাঁও সড়ক, শ্রীরামপুর-ভাটাখোলা সড়ক, কালামপুর-সিন্ধুলিয়া-গোপালকৃষ্ণপুর সড়ক। সড়ক ও জনপথ বিভাগের ঢাকা-আরিচা মহাসড়কের বাইপাস ধামরাই-কালামপুর সড়ক, শরীফবাগ-ডেমরান সড়কসহ প্রায় ১০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে ১২টি সড়ক বেশি মাত্রায় ভেঙে যাওয়ায় ২০দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আবার বন্যার পানি কিছুটা কমলেও এখনো অনেক সড়ক পানির নিচে রয়েছে।
ধামরাইয়ের এসব বেহাল সড়ক মেরামতের জন্য আপাতত উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে কোন বরাদ্দ না থাকায় স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ীরা ব্যক্তিগত অর্থ দিয়ে কয়েকটি সড়ক মেরামত করে কোন মতে রিকশা-ভ্যান চলাচলের ব্যবস্থা করেছেন।
ধামরাইয়ের কেলিয়া কুলসুম ফিডের ব্যবস্থাপনা পরিচালক ও কুল্লা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল বলেন, বন্যায় কেলিয়া সড়কটি ভেঙে যাওয়ায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ ছিল ১৫দিন। আমার নিজস্ব অর্থায়নে ইট, বালু ফেলে সড়কটি মেরামত করার পর আবার যান চলাচল শুরু হয়েছে।
সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী বলেন, বন্যায় ভেঙে যাওয়া আমতলী সড়কটি ব্যক্তিগত অর্থ দিয়ে গত দুইদিন আগে মেরামত করে দিয়েছি। বর্তমান যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ধামরাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আজিজুল হক বলেন, বন্যায় উপজেলার নতুন-পুরাতনসহ প্রায় অর্ধশতাধিক পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিন পরিদর্শন করে ৫০ কোটি ২ লাখ টাকা ক্ষয়ক্ষতি নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই এসব ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হবে।
মন্তব্য করুন